বেতন ভাতা এবং পেনশন ইএফটি এর মাধ্যমে প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। তাই এ কার্যালয় হতে বেতন ভাতা সবিধাগ্রহনকারী গণ নিজ নিজ ইউজার আইডি এর মাধ্যমে অনলাইনে বেতন ভাতা দাখিলের জন্য জাতীয় পরচিয় পত্র, নাম , পদবী,ব্যাংকের নাম , শাখার নাম,রা্উটিং নম্বর, হিসাব নম্বর ও হিসাবের ধরন ইত্যাদি তথ্য জরুরী ভিত্তিতে প্রয়োজন এবং পেনশন সুবিধা গ্রহনকারীগন ইএফটি ফরম পূরণ করে এ কার্যালয়ে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। please open upload pdf file
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস