যেহতু উপজেলা কমপ্লেক্সটি ঢাকা টু উত্তরবঙ্গ হাইওয়ের পাশ্র্বে অবস্থিত সেহতু যে কোন স্থান হতে ঢাকা টু উত্তরবঙ্গ হাইওয়ে চলাচালকারী যানবাহনে করে এ উপজেলা কমপ্লেক্সে আসা যায়। তাছাড়া যারা বগুড়া শহগর হতে আসতে চান তারা বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথা হতে যে কোন যানবাহনে করে খুব সহজে উপজেলা কমপ্রেক্সে আসতে পারবেন। উপজেলা কমপ্লেক্সে এসে রুম নং-101 এবং 102 কক্ষে অবস্থিত উপজেলা হিসাব রক্ষন অফিসে যোগাযোগ করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস